Wednesday, August 2, 2017

60 yr old man suffering from diabets, kidney disease, pain both legs... seeking medical advice




This is a de-identified open-online-patient-record with initial information from Doctor's notes, diagnostic test results, as well as patients' voice. Posted here after collecting informed "Patient Concent" (Downloadable here) by Community Health Worker Debasish Acharjee from PIN Code area 736xxx for discussion (Translated by Dr.S. Banerjee).

Sir,

I am 60 yr old man suffering from several diseases. I have diabetes from 1990. In 2011 I felt pain at the back of my left leg, slowly the pain spread to toes and under the feet. It happens only when I walk. Thus I cannot walk for long and have to take rest between walks. The fingers of my toe feel a pull and numbness. Same thing happens in the right leg. I cannot fold my knee, if I try I fall down. Same thing happens if I try to fold my toe. At the end of the day my leg swells up, but in the morning it is ok. I have been to numerous doctors without any benefit. In 2015 I felt pain near the scrotum area of penis. I urinate several times and cannot hold my bladder. After going to physicians and tests it was revealed that I have an enlarged prostate and kidney problems. There is also pain at the end of spine. If I try to carry something I feel my waist is in pain. 

Current medication:

1. Cap Gabapentin 300mg (Gabapin- 300) Once daily after meal

2. Cap Sevelamer Carbonate 400mg ( Revlamer 400) Once daily after lunch

3. Tab Cilnidipine 10 mg (Cilacar 10) Once daily at night

4. Tab Sodium Bicarbonate USP 300mg (Vigorper) Twice daily at breakfast and dinner

5. Tab Vitamin B complex with B12 (Neurobion Forte) Once daily

6. Tab Famotidine 40 mg (Facid 40) Once at morning before breakfast

7. Inj Insugen 30/70 (Biphasic) morning 18 unit before lunch and night before dinner

8. Inj Human Actrapid, 15unit before lunch


Treatment details:
Diabets from 1990, Kidney problem from 2015, High BP 2016

Family medical history: Nothing significant

I feel sometimes itching at the back of my lower 

calf muscles, reduces with Tab cetrizine.



Kindly help me to recover from my present physical conditions 








Sincerely
Borreria736articularis4


আমি একজন ৬০ বছর বয়সী পুরুষ দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছি। ১৯৯০ সালের থেকে ডায়াবেটিসের রোগী। ২০১১ সালে মাঝামাঝি প্রথম বাম পায়ের হাঁটুর পেছন দিকে বাম পার্শে সামান্য সামান্য ব্যথা অনুভব করি।ধীরে ধীরে ব্যাথা পায়ের নিচের দিকে বাম ও ডান দুই দিকের শিরাতে শুরু হয় এবং বুড়ো আঙ্গুলের গিঁটেও ব্যথা হয়। ব্যাথা শুধু হাঁটার সময় অনুভব হয় সাধারন বসে থাকা কালীন ব্যথা অনুভব হয় না। কিছু সময় হাঁটলে ব্যাথা বেড়ে যায় পুনরায় হাটতে হলে তখন কিছু সময় বিশ্রাম নিতে হয়। দুই পায়ের আঙ্গুল গুলি হাঁটার সময় টান টান বোধ হয় এবং সামান্য ঝিঁঝিঁ অনুভব হয়। ডান পায়েও একই অবস্থা পরবর্তীতে হয়। হাঁটু ভেঙ্গে বসতে গেলে ভারসাম্য বজায় রেখে বসতে পারি না, পড়ে যাই। দুই পায়ের গোড়ালি ভাঁজ হয় না তাই বসতে গেলে ভারসাম্য থাকে না পেছনের দিকে পড়ে যাই, দুই পায়ের আঙ্গুলে টান বোধ হয় ও ঝিঁঝিঁ লাগে। দিনের শেষে পা সামান্য ফুলে যায় সাকালে আবার স্বাভাবিক হয়ে যায়। এর জন্য চিকিৎসকের কাছে অনেক বার গিয়েও কোনও উপকার পাই নাই। ২০১৫ সালে আমার প্রস্রাবের সময় লিঙ্গ মুলে ব্যথা অনুভব করি। প্রস্রাব বার বার ও পরিমাণে বেশি হয় এবং বেগ ধরে রাখা অসুবিধে জনক হয়ে ওঠে। চিকিৎসকের পরামর্শে টেস্ট করে প্রস্টেট বড় হয়েছে ও কিডনির সমস্যা ধরা পড়ে। এছাড়া শিরদাঁড়ার শেষ প্রান্তে ব্যথা অনুভব করি। একটু ভারী কিছু তুললে কোমরে দুর্বল মনে হয়।


Current medication:

1. Cap Gabapentin 300mg (Gabapin- 300) Once daily after meal

2. Cap Sevelamer Carbonate 400mg ( Revlamer 400) Once daily after lunch

3. Tab Cilnidipine 10 mg (Cilacar 10) Once daily at night

4. Tab Sodium Bicarbonate USP 300mg (Vigorper) Twice daily at breakfast and dinner

5. Tab Vitamin B complex with B12 (Neurobion Forte) Once daily

6. Tab Famotidine 40 mg (Facid 40) Once at morning before breakfast

7. Inj Insugen 30/70 (Biphasic) morning 18 unit before lunch and night before dinner

8. Inj Human Actrapid, 15unit before lunch

ব্যক্তিগত চিকিৎসা ইতিহাসঃ মাঝামাঝি ১৯৯০ সাল থেকে ডায়াবেটিস, ডিসেম্বর ২০১৫ সালে কিডনীর সমস্যা, ২০১৬ সাল থেকে হাই ব্লাড প্রেসার ধরা পড়ে ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি।

পারিবারিক চিকিৎসা ইতিহাসঃ উল্লেখযোগ্য কিছু জানা নেই।

অ্যালার্জি- মাঝে মধ্যে হাঁটুর নিচে দুই পা খুব চুলকোয়, কারণ জান নেই। সেট্রিজিন ট্যাবলেট খেলে কমে যায়।

দয়াকরে আমার বর্তমান শারীরিক ব্যধি থেকে আরোগ্যলাভে সহায়তা করে উপকার করুন।



বিনীত


Borreria736articularis4



UPDATE 4th August 2017


46 years lady suffering from headache and backache seeking medical advice

This is a de-identified open-online-patient-record with initial information from Doctor's notes, diagnostic test results, as well ...